ছবি,মোস্তাফিজুর রহমান মুকুল ও মুখলেসুর রহমান ওরফে এনামুল হক রাজা
রেজা চৌধুরী
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ১কোটি ১০ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলায় মোস্তাফিজুর রহমান মুকুল ও মুখলেসুর রহমান ওরফে এনামুল হক রাজা নামে দুই ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জিএমপি‘র কোনাবাড়ী থানা পুলিশ। আদালতের নির্দেশে ১ সেপ্টেম্বর ২০২০ইং বৃহস্পতিবার মধ্যরাতে জরুন এলাকার ইসমাইল পাঠান একাডেমির পাশ থেকে দুজনকে আটক করে পুলিশ। ওয়ারেন্ট ভুক্ত আসামি দুজন লালমনিরহাট জেলার আদিদমারি থানার পূর্ব দেলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
কোনাবাড়ি থানার ওয়ারেন্ট অফিসার মি: স্বপন সহকারী উপ পুলিশ পরিদর্শক জানান, গ্রেপ্তারকৃত দুজন মোস্তাফিজুর রহমান মুকুল ও মুখলেসুর রহমান ওরুফে এনামুল হক রাজা, জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির কাছ থেকে ব্যবসা করার কথা বলে প্রথম ধাপে ৬০ লাখ দ্বিতীয় ধাপে ৫০লাখ টাকা নেয়। সেই টাকা পরিশোধের জন্য তারা মোস্তাফিজুর রহমান মুকুল ও মুখলেসুর রহমান ওরফে এনামুল হক রাজা তারা দুজন জাহাঙ্গীর আলমকে দুটি ব্যাংকের চেক প্রদান করে। পরবর্তীতে ওই চেকের টাকা যথাসময়ে পরিশোধ না করায় এবং দেই দিব দিচ্ছি বলে কালক্ষেপন করার কারনে গত ৭/৯/২০ তারিখে মোস্তাফিজুর রহমান মুকুল ও মোখলেছুর রহমান ওরফে এনামুল হক রাজার বিরুদ্ধে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ,গাজীপুর এ চেক ডিজঅনার মামলা দায়ের করেন জাহাঙ্গীর আলম যার নং যথাক্রমে ২৬৮/২০,--২৬৭/২০
জিএমপি‘র কোনাবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে জানা যায়, আদালতের নির্দেশে উল্লেখিত আসামী দু'জনকে আটক করা হয় এবং পরবর্তী কার্যক্রমের জন্য আসামি দুজনকে আদালতে প্রেরন করা হয়েছে।